হয়রানির শিকার 'সিলিকন ভ্যালি'র অভিনেতা

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর থেকে দুইশ'রও বেশি অমার্জিত এবং হয়রানিকর ঘটনার গণণা করেছে মার্কিন মানবাধিকার আইনভিত্তিক প্রতিষ্ঠান সাউদার্ন পোভার্টি ল’ সেন্টার। এইচবিও টেলিভিশন চ্যানেলের ‘সিলিকন ভ্যালি’ নামের টিভি সিরিজের একজন অভিনেতা কুমাইল নানজিয়ানি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস-এ হয়রানির স্বীকার হন।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2016, 02:37 PM
Updated : 14 Nov 2016, 02:38 PM

প্রযুক্তি সাইট সিনেট জানায়, লস অ্যাঞ্জেলস-এর একটি বারে কুমাইল এবং টিভি সিরিজের আরেকজন অভিনেতা থমাস মিডেলড-এর দুই জন ‘ভক্ত’ তার পাশে ভিড়েন। যাদের বর্ণনায় কুমাইল বলেন, "২ জন শ্বেতাঙ্গ বালক, ২০ বছরের, যারা সেখানে কয়েক ঘণ্টা যাবৎ ছিল।"

এক টুইটে নানজিয়ানি জানান, তারা বলছিল যে আমরা ট্রাম্প সম্পর্কে কতটা ভুল।

নিনজিয়ানি আরও বলেন, “আমি বলি ‘আমরা এখন রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না।’ তখন তারা চেঁচানো শুরু করে।

নানজিয়ানি বলেন, “আমরা ঘৃণা, বৈষম্যতা, যৌন বৈষম্যতাকে স্বাভাবিক মেনে নিতে পারি না। যদি এমন কিছু হয়, নিরাপদ থাকুন কিন্তু জানানো উচিৎ আমরা কখনও এর পক্ষে যাব না।"

তিনি আরও জানান, যারা ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন তারা বৈষম্যকারী নন, কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন যে, মানুষ তাদের উপেক্ষা করছেন।