ট্রাম্প-পুতিন সম্পর্কে 'ভীত নন' স্নোডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প-এর পক্ষে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তার গোপন কর্মকাণ্ডের তথ্য প্রকাশক এডওয়ার্ড স্নোডেন জানিয়েছেন, তিনি এ নিয়ে ভীত নন।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2016, 01:09 PM
Updated : 12 Nov 2016, 01:09 PM

স্নোডেন ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি'র (এনএসএ) বিশেষ নজরদারির গোপনতথ্য ফাঁস করে আলোচনায় আসেন। তিনি বলেন, এটি 'ভাবা হতবুদ্ধিকর’ যে ট্রাম্প-এর এর সঙ্গে পুতিন-এর চুক্তি হলে তাকে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ ও বিচারের মুখোমুখি করা হবে, খবর ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর।

তিনি এও বলেন, “যদি আমি নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতাম, যদি আমি আমার ভবিষ্যত নিয়ে ভাবতাম, আমি হাওয়াইয়ে থাকতাম।"

স্নোডেন ডাচ প্রাইভেসি সম্পর্কিত সার্চ ইঞ্জিন স্টার্ট পেইজ-এর হোস্ট করা ওয়েবচ্যাটে এসব কথা বলেন। তিনি জানান, তিনি যা করেছেন তা নিয়ে তিনি চিন্তামুক্ত এবং তিনি যা বেছে নিয়েছেন তা নিয়ে তিনি গর্ববোধ করছেন।

তিনি বলেন, “আমি মনে করি আমি সঠিক কাজটি করেছি। যখন আমি ভবিষ্যত কেমন হবে তা ধারণা করতে পারছি না এবং আগামীকাল কী হতে যাচ্ছে আমি তা জানি না, তখন আমি আজ যা করছি তা নিয়ে স্বস্তিপূর্ণ থাকতে পারি।"