ইমোজি-তে এল হিজাব

মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করবে, এমন নতুন এক ব্যাচ ইমোজি উন্মোচন করেছে ইউনিকোড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2016, 11:55 AM
Updated : 12 Nov 2016, 11:55 AM

চলতি বছর সেপ্টেম্বরে ইউনিকোডের কাছে হিজাব পরা নতুন ইমোজি'র প্রস্তাব পাঠান জার্মানিতে বসবাসরত ১৫ বছর বয়সী এক সৌদি কিশোরী রাওফ আলহুমেদি। সে সময় তিনি জানান, তিনি হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে চ্যাট করার সময় দেখেন প্রত্যেকে নিজেদের উপস্থাপন করতে একটি নির্দিষ্ট ইমোজি ব্যবহার করছেন। তখন তিনি ভাবেন, সেখানে এমন কোনো ইমোজি নেই, যা দিয়ে তিনি নিজেকে উপস্থাপন করতে পারবেন। আর এজন্য দরকার হচ্ছে একটি হিজাব পরিহিতা ইমোজি। 

এবার ইউনিকোড ৫১টি নতুন ইমোজির অনুমোদন দিয়েছে, যা ২০১৭ সালে আসতে যাওয়া ইউনিকোফ ১০-এ যুক্ত হবে। এই ইমোজিগুলোর মধ্যে হিজাব পরিহিতা ইমোজিও আছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

বাড়তি যোগ করা হয়েছে সন্তানকে স্তনদান করার এক ইমোজি। এই ইমোজি নতুন মায়েদের কাছে জনপ্রিয়তা পাবে বলেই ধারণা ব্রিটিশ ট্যাবলয়েডটির। সেই সঙ্গে রয়েছে, 'মেইকআপ-এ হাত রেখে হাসি দেওয়া', 'মুখ খুলে বমি করা' আর 'ফেটে যাওয়া মাথা নিয়ে অবাক হওয়ার' মতো ইমোজি।

খাবারের ইমোজির মধ্যে যোগ হয়েছে পাই, প্রেটজেল আর স্যান্ডউইচ, প্রাণি ক্যাটাগরিতে যোগ হয়েছে জিরাফ, জেব্রা, হেজহগ আর টি-রেক্স।

নতুন এই ইমোজিগুলো পেতে ২০১৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।