ট্রাম্প জয়ী, অভিনন্দনে বেজোসও
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2016 03:14 PM BdST Updated: 11 Nov 2016 03:14 PM BdST
-
ছবি- রয়টার্স
নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প আর অ্যামাজন প্রধান জেফ বেজোস-এর মধ্যে বাক-বিতণ্ডা কম হয়নি।
Related Stories
এমনকি ট্রাম্প-কে 'মহাকাশে পাঠিয়ে দেওয়ার' হুমকিও দিয়েছিলেন বেজোস। আর জবাবে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলে তা বেজোস-এর জন্য 'সমস্যার কারণ' হয়ে দাঁড়াবে বলে হুশিয়ারি দিয়েছিলেন ট্রাম্পও।
সব জল্পনা শেষে অবশেষে নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এবার নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট-কে অভিনন্দন জানিয়েছেন বেজোস।
ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর, অ্যামাজনের বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। নির্বাচন ফলাফল প্রকাশিত হওয়ার পর অ্যামাজনের শেয়ার মূল্য পড়ে গেছে প্রায় সাড়ে ছয় শতাংশ।
বৃহস্পতিবার এক টুইটে বেজোস বলেন, "@realDonaldTrump-কে অভিনন্দন। আমি তার জন্য আমার মন উন্মুক্ত করে দিচ্ছি, আর দেশসেবায় তার মহান সাফল্য কামনা করছি।"
যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের হাতে চলে গেলে অ্যামাজনের কী হবে- তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে, বিশ্লেষণা প্রতিষ্ঠান পাইপার জেফ্রি-এর বিশ্লেষক জেনে মানস্টার-এর মতে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়া নিয়ে অ্যামাজনে ভয়ের কিছু নেই। যদি অ্যামাজনের বিরুদ্ধে কর নিয়ে অভিযোগ আনা হয়ও তাতেও কিছু পাওয়া যাবে না বলে জানান এই বিশ্লেষক। তিনি বলেন, "বাস্তবতা হচ্ছে অ্যামাজন কোনো অন্যায় করেনি।"
অন্যদিকে, ট্রাম্পের চোখে মুক্ত বাণিজ্যের সংজ্ঞা কী তা একটি বিষয়। যদি এ নিয়ে বাজারে নীতিমালায় কোনো বদল আনা হয়, তবে অ্যামাজন বাজারে প্রতিযোগিতা নষ্ট করছে কিনা তা নতুনভাবে খতিয়ে দেখা লাগতে পারে, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল