মার্কিন নির্বাচনে ‘সামাজিক ঝড়’

মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একরকম আগুন লাগিয়ে নতুন রেকর্ড গড়া হয়েছে।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2016, 03:01 PM
Updated : 10 Nov 2016, 03:01 PM

কোটি কোটি গ্রাহক তাদের মনোভাব শেয়ার করেছেন ফেইসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। রাজনৈতিক আলাপ আলোচনার জন্য এই পরিমাণ পারস্পরিক প্রতিক্রিয়া পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

টুইটারের পক্ষ থেকে  জানানো হয়, ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করার পর ২০১৬ সালের মার্কিন নির্বাচন সম্পর্কে সাড়ে সাত কোটি গ্রাহক টুইট করেছেন।

২০১২ সালের নির্বাচনী মেসেজের পরিমাণের তুলনায় এই সংখ্যা অনেক বেশি, যা ছিল  ৩.১ কোটি।

এদিকে ফেইসবুক জানায়, ১১ কোটি ৫০ লাখের বেশি মানুষ ফেইসবুকের মাধ্যমে নির্বাচন নিয়ে আলোচনা করেন। প্রায় ৭১ কোটি ৬০ লাখ লাইক, পোস্ট এবং কমেন্ট পাওয়া যায় যা ভোট সম্পর্কিত ।