ড্রোন 'ফেরত' চাইল গোপ্রো

'পাওয়ার ফেইলিওর'-এর কারণে নব-নির্মিত ড্রোন ফেরত নেওয়ার কথা জানিয়েছে অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো।

নাফিস ইমতিয়াজ রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2016, 12:23 PM
Updated : 9 Nov 2016, 12:23 PM

এই নিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উড়ন্ত অবস্থায় খুবই 'অল্প সংখ্যক' ড্রোনের ক্ষেত্রে ওই ত্রুটি দেখা গিয়েছে।

গোপ্রো জানায়, এই সমস্যা সংশোধন করে এই সমস্যার সমাধান হওয়ার পর পুনরায় 'কারমা' নামের এই ড্রোন  বাজারজাত করা হবে। সেই সঙ্গে যারা ৭৯৯ ডলার মূল্যের এই ড্রোন কিনেছেন তাদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানায় তারা।

চলতি বছর সেপ্টেম্বরে গোপ্রো কারমা'র সঙ্গে বাজারে দুটি ক্যামেরাও ছাড়ে। ওই ক্যামেরা দুটির উপর এই ফেরত চাওয়ার কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে সংস্থাটি।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার মূহুর্তে গোপ্রো এই ফেরতের বিজ্ঞপ্তি জারি করে, যার কারণে অনেকে প্রতিষ্ঠানটি খবরটি চাপা দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ তুলেছে, জানিয়েছে বিবিসি।

ড্রোনটি বাজারে ছাড়ার সময় তা নিয়ে উচ্চাকাঙ্খা প্রকাশ করেছিলেন গোপ্রোর প্রধান নিক উডম্যান।  তিনি সেপ্টেম্বরে বিবিসিকে বলেছিলেন, "এই পণ্যগুলো এখন পর্যন্ত আমাদের বানানো সবচেয়ে ভালো পণ্য।"

নভেম্বরের শুরুতে প্রকাশিত গোপ্রোর সর্বশেষ আর্থিক বিবরণে দেখা যায়, প্রতিষ্ঠানটি ৮৪ মিলিয়ন ডলার লোকসানে আছে।