আইএস-এর নাম নিয়ে বিপাকে কিশোর

নিজের ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম 'দায়েশ২১' দিয়েছিল ১৮ বছর বয়সী এক কিশোর। আর এটি কাল হয়ে উঠল তার জন্য।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2016, 12:10 PM
Updated : 6 Nov 2016, 12:10 PM

আরবিতে 'দায়েশ' শব্দটি দিয়ে উগ্রপন্থি সংগঠন আইএস-কে নির্দেশ করা হয়।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ফ্রান্সে নাম প্রকাশ না করা ওই কিশোর-এর এক প্রতিবেশী এই নামে ওয়াই-ফাই নেটওয়ার্ক খুঁজে পাওয়ার পর তা নিয়ে অভিযোগ করেন। পরে এই মামলায় আদালত শাস্তি হিসেবে ওই কিশোর-কে একশ' ঘণ্টা সমাজ সেবামূলক কাজের আদেশ দেয়। এতে সম্মত না হলে তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো আইন ভঙ্গ না করার আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে এই শর্ত ভঙ্গ করা হলে তার সাজা কার্যকর করা হবে।

অন্যদিকে, কিশোরের আইনজীবী কারিমা ম্যানহাউলি বলেন, "সন্ত্রাসবাদের জন্য কোনো দয়া দেখানো হয়নি! শুধু 'দায়েশ২১' শব্দটিই ছিল সেখানে।" কর্মকর্তারা অনুসন্ধান আর তদন্তের পর ওই কিশোরের এমন কাজের সঙ্গে সন্ত্রাসবাদে সমর্থনের কোনো সম্পর্ক খুঁজে পাননি বলেও জানান তিনি।

"এটি ১৮ বছরের এক কিশোরের বোকামি ছিল যে নিজেও কেন এটা করেছে তার ব্যাখ্যা দিতে পারে না", যোগ করেন তিনি।

এই কিশোর যদি শর্ত ভঙ্গ করেন, তবে তাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড আর ৭৫ হাজার ইউরো জরিমানা করা হতে পারে।