তুরস্কে হোয়াটসঅ্যাপ, টুইটার বন্ধ

তুরস্কে হোয়াটসঅ্যাপ ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ সাইটগুলোর অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2016, 07:47 AM
Updated : 4 Nov 2016, 07:59 AM

শুক্রবার 'টার্কি ব্লকস' নামের দেশটির একটি ইন্টারনেট পর্যবেক্ষক দল জানায়, ১১ জন কুর্দিপন্থি আইনপ্রণেতাকে আটকের জের ধরে এমনটা করা হয়েছে, খবর রয়টার্স-এর।

'থ্রোটলিং'য়ের মাধ্যমে এই অ্যাকসেস বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ওই পর্যবেক্ষক দলের একজন বিশেষজ্ঞ। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় নেটের গতি কমিয়ে দিয়ে ইন্টারনেট ব্যবহার ব্যাহত করার প্রক্রিয়াকে 'থ্রোটলিং' বলা হয়। এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো ব্যবহার বন্ধ করে দেওয়া যায়।