টেসলা থেকেই প্যানাসনিক-এর ১৭০ কোটি

নেভাডায় অবস্থিত টেসলা গিগাফ্যাক্টরি-তে উৎপাদিত বিদ্যুৎচালিত যানবাহনের ব্যাটারি নির্মাণে ৩০ সেপ্টেম্বরের হিসাবের খরচ হিসেবে জাপানি প্রতিষ্ঠান প্যানাসনিক-কে মোট ১৭০ কোটি ডলার পরিশোধ করেছে টেসলা, নিয়ন্ত্রকদের কাছে দেওয়া এক দলিলে এমনটা জানিয়েছে ইলন মাস্ক-এর এই প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 02:52 PM
Updated : 3 Nov 2016, 02:52 PM

১৭০ কোটি ডলারের অংকটা অক্টোবরের নথিতেও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

টেসলা জানিয়েছে, বছরের শেষনাগাদ তারা পাঁচশ' কোটি ডলার মূল্যমানের উৎপাদন কেন্দ্রে ব্যাটারি প্রস্তুত শুরু করার প্রত্যাশা করছে। ব্যাটারিগুলো শুরুর দিকে টেসলার বিভিন্ন পণ্যে ব্যবহৃত হবে এবং এরপর তাদের গাড়ির জন্য ব্যবহার করা হবে।

প্যানাসনিক টেসলার জন্য ১৬০ কোটি ডলার ব্যয় করে ব্যাটারি উৎপাদন করার পরিকল্পনা করছে।

বুধবার সকালের লেনদেনে টেসলার শেয়ারমূল্য ০.৮ শতাংশ কমে ১৮৯.৩৯ ডলারে নেমে এসেছে। মঙ্গলবার লেনদেন বন্ধ হওয়া পর্যন্ত হিসাবে চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ২১ শতাংশ কমে গেছে।