ভস্মীভূত নাসা রোবট

লিথিয়াম-আয়ন ব্যাটারি বিস্ফোরণে ভস্মীভূত হয়েছে নাসার নতুন দূর্যোগ ব্যবস্থাপনা রোবট 'রোবোসিমিয়ান'।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2016, 12:59 PM
Updated : 2 Nov 2016, 12:59 PM

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, নাসা জেট প্রোপালশন ল্যাবরেটরিতে সংরক্ষিত ৯৬টি লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্বলিত বানর আকৃতির এ মিলিটারি রোবটটি অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুন ধরে যায়। পরবর্তীতে নাসা কর্মী এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় বড় ধরনের দূর্যোগ ঠেকানো সম্ভব হয়।

এ ঘটনায় নাসা এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ না করলেও ত্রুটিপূর্ণ ব্যাটারি সেল এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে মন্তব্য করেন রোবোসিমিয়ান প্রকল্পের প্রধান ব্রেট কেনেডি।

একের পর এক স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা দিয়ে আগের কয়েক মাস যাবত প্রযুক্তি বিশ্বের নজর লিথিয়াম-আয়ন ব্যাটারি সংক্রান্ত দূর্ঘটনার দিকেই।

এবার দূর্ঘটনার শিকার হওয়া রোবটটিতেও স্মার্টফোনের মতো লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে তফাৎ হলো স্মার্টফোনে একটি ব্যাটারি ব্যবহার করা হয়। আর এখানে ৯৬টি পৃথক ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

রোবটিতে আরও একটি ব্যাটারি সেল যোগ করে সেটি চার্জে দেওয়ার পরপরই এই দূর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।