যুক্তরাষ্ট্রে শতকোটি ডলার বিনিয়োগে স্যামসাং

২০১৭ সালের জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে শতকোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সিস্টেম চিপ উৎপাদনে এই বিনিয়োগ করা হবে বলে মঙ্গলবার জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 02:59 PM
Updated : 1 Nov 2016, 02:59 PM

চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইনটেল-এর পর বিশ্বের সবচেয়ে বড় এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে ওই উৎপাদনকেন্দ্রগুলোতে মোবাইল ফোন আর অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইসের চিপ উৎপাদন বাড়ানো হবে।

এর আগের সপ্তাহে স্যামসাং ২০১৬ সালে তাদের খরচ ২৭ ট্রিলিয়ন ওন হবে বলে জানায়, যার মধ্যে ১৩.২ ট্রিলিয়নই সেমিকন্ডাকটর ব্যবসায়ে হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর পরই এই বিনিয়োগের খবর এল।

স্যামসাংয়ের সেমিকন্ডাকটর ব্যবসায়ের অধিকাংশ লাভ মেমোরি চিপ বিক্রি থেকে আসে। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের এক্সিনস মোবাইল প্রসেসরসহ অন্যান্য পণ্যেও আয় বাড়ানোর চেষ্টা করছে। কোয়ালকম আর এনভিডিয়া-এর মতো ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিও করেছে স্যামসাং।

নতুন বিনিয়োগে উৎপাদন ঠিক কেমন বাড়ানো হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।