নেটসুট কিনতে ওরাকল-কে 'দাম বাড়াতে হবে'

ক্লাউড কম্পিউটিং সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান নেটসুট-কে কেনার জন্য ওরাকল কর্পোরেশনকে জুলাইতে করা তাদের প্রস্তাবিত প্রতি শেয়ারের মূল্য ১০৯ মার্কিন ডলার থেকে বাড়িয়ে প্রতি শেয়ারে প্রায় ১৩৩ মার্কিন ডলার করতে হবে - এমনটাই মন্তব্য করেছে নেটসুটের শেয়ারধারী প্রতিষ্ঠান টি.রো প্রাইজ গ্রুপ।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2016, 03:31 PM
Updated : 29 Oct 2016, 03:32 PM

২৭ অক্টোবর টি.রো-র বিনিয়োগ পরিচালকের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, যদি ওরাকল তাদের প্রস্তাবিত মূল্য না বাড়ায়, তাহলে টি.রো তাদের প্রস্তাব ফিরিয়ে নেবে। প্রস্তাবিত এই মেয়াদ ৪ নভেম্বর শেষ হওয়ার কথা বলে জানিয়েছে রয়টার্স।

নেটসুট, টি.রো-এর শর্ত মানতে অস্বীকার করেছিল। তার পরিবর্তে তাদেরকে ওরাকলের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছিল বলে জানায় টি.রো।

টি.রো-এর প্রস্তাব অস্বীকার করার বিষয়টি, ওরাকলের সঙ্গে নেটসুটের সমন্বিতভাবে কাজ করার নতুন প্রস্তাবণার উপর কোনোরকম চাপ সৃষ্টি করবে না বলে জানিয়েছেন ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন।

এলিসনের পর টি.রো হল নেটসুইটের দ্বিতীয় বৃহত্তম শেয়ারধারী।