ফেইসবুকে 'স্ন্যাপচ্যাট-এর ফিচার'

স্ন্যাপচ্যাট-এর মতো ফটো আর ভিডিও ফিল্টার নিয়ে পরীক্ষা চালাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2016, 02:52 PM
Updated : 29 Oct 2016, 02:52 PM

বৃহস্পতিবার স্ন্যাপচ্যাটের স্টেপলস-এর মতো দেখতে নতুন ক্যামেরা আর মেসেজিং ফিচার নিয়ে পরীক্ষা শুরু করেছে সোশাল জায়ান্টটি। কিশোর-কিশোরী আর তরুণদের পছন্দের অ্যাপ স্ন্যাপচ্যাট-কে ফেইসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবেই এক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট সিনেট।

নতুন এই ফিচারে রাখা হয়েছে ডিজিটাল মাস্ক, এতে সফটওয়্যারের মাধ্যমে কারও ছবিতে অন্য একটি ইমেইজ আরোপ করার সুবিধা রয়েছে। সেইসঙ্গে এর মাধ্যমে ছবির ফ্রেমও যোগ করা যাবে। এতে আরেকটি বিশেষ ফিল্টারও রাখা হয়েছে, যা দিয়ে ব্যবহারকারীর ছবিতে ভিনসেন্ট ভ্যান গগ বা জর্জিয়া ও'ক্যাফি -এর মতো শিল্পীদের ছবির আঁচ দেওয়া যাবে।

আনা হয়েছে 'ডিরেক্ট' নামে আরেকটি ফিচার। এর মাধ্যমে আলাদাভাবে বন্ধু বা কোনো গ্রুপের সঙ্গে ওই ছবি বা ভিডিওগুলো শেয়ার করা যাবে। যদি ব্যবহারকারী বা তার বন্ধু কোনো ছবি বা ভিডিওতে কমেন্ট করা বন্ধ করে দেয় তবে তা খোলার ২৪ ঘণ্টা পর উধাও হয়ে যাবে বলে জানান ফেইসবুকের এক মুখপাত্র।

বর্তমানে শুধু আয়ারল্যান্ডেই এই পরীক্ষা চালানো হচ্ছে।

এর আগেও স্ন্যাপচ্যাটের ফিচার 'অনুকরণ' করে ফিচার এনেছে ফেইসবুক। প্রতিষ্ঠানটির অধীনস্থ ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে 'স্টোরিজ'-এর আদলে ফিচার আনা হয়েছে।

২০১৩ সালে প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাট-কে কিনতে তিনশ' কোটি ডলারে কিনতে চেষ্টা চালালেও সফল হয়নি ফেইসবুক।