ভাইন কিনতে পর্নহাব-এর প্রস্তাব

ভাইন-কে বন্ধ করে দিতে টুইটার ঘোষণা দেওয়ার পরই, ভিডিও শেয়ারিং সেবাটিকে বাঁচাতে এগিয়ে এসেছে পর্নোগ্রাফি সাইট পর্নহাব।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 01:31 PM
Updated : 9 Sept 2019, 08:59 PM

টুইটার প্রধান নির্বাহী জ্যাক ডরসি-কে পাঠানো এক চিঠি পাঠিয়েছেন পর্নহাব ভাইস প্রেসিডেন্ট কোরে প্রাইস। প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে, ওই চিঠিতে বলা হয়েছে, "আমরা জানতে পেরেছি টুইটার 'ভাইন'কে ছেড়ে দিয়েছে আর উল্লেখযোগ্য পরিমাণে কর্মী ছাঁটাই করছে, আপনি আর আপনার স্টেকহোল্ডাররা ভাইন বিক্রি থেকে পাওয়া অর্থ থেকে উপকার পেতে পারেন।"

"ভাইনকে আর এনএসএফডব্লিউ মর্যাদায় ফিরিয়ে আনার" অঙ্গীকারও করেছে পর্নহাব। "ছয় সেকেন্ডের পর্ন ক্লিপ অনেক মানুষের উপভোগের জন্য যথেষ্ট সময়ের চেয়ে বেশি", যোগ করা হয়।    

“সামনের মাসের মধ্যে আমরা ‘ভাইন’ মোবাইল অ্যাপ্লিকেশন-এর ব্যবহার বন্ধ করে দেব”- সম্প্রতি এক বিবৃতিতে এমনটাই বলা হয় টুইটারের পক্ষ থেকে।

রাস ইউসুপভ, ভাইন-এর তিন প্রতিষ্ঠাতার একজন এই পদক্ষেপ সম্পর্কে বলেন, “আপনারা প্রতিষ্ঠানটি বিক্রয় করবেন না”।