আটক রুশ ব্যক্তি 'লিংকডইন হ্যাকার'

সম্প্রতি হ্যাকের অভিযযোগে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ-এর এক হোটেল থেকে এক রুশ ব্যক্তিকে আটক করার খবর বের হয়। ওই ব্যক্তিকে ২০১২ সালে ব্যবসায়বান্ধব সামাজিক মাধ্যম লিংকডইন হ্যাকের অভিযোগে আটক করা হয়েছে বলে জানা গেছে, খবর বিবিসি'র।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 02:07 PM
Updated : 20 Oct 2016, 02:07 PM

এর আগে তাকে কেন আটক করা হয় তা স্পষ্ট করা হয়নি। এখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমপর্ণ করা হবে কিনা তা আদালত সিদ্ধান্ত নেবে।

চলতি বছর ১০ কোটিরও বেশি লিংকডইন লগইন তথ্য বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়।

এ নিয়ে লিংকডইন বলে, "২০১২ সালে লিংকডইন সদস্যদের তথ্য লঙ্ঘনের পর, আমরা স্বক্রিয়ভাবে এফবিআই-এর সঙ্গে জড়িত ছিলাম, যাতে দায়ীদের ধরা যায়। এই অপরাধ কার্যক্রমে দায়ী হিসেবে বিবেচিতদের শনাক্ত করে আটকের চেষ্টায় এফবিআই-এর কঠোর পরিশ্রম আর ইচ্ছার প্রতি আমরা কৃতজ্ঞ।"

আটক ওই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে সমর্পণের সব চেষ্টা ঠেকাতে রাশিয়া লড়াই করবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।