নতুন গ্রাহকেরা 'মডেল ৩' পাবেন ২০১৮-তে

'মডেল ৩' গাড়ির জন্য নতুন অর্ডার দেওয়া গ্রাহকদেরকে ২০১৮ সালে গাড়ি সরবরাহ করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 02:58 PM
Updated : 19 Oct 2016, 02:58 PM

টেসলার এক মুখপাত্র অ্যালেক্সিস জর্জসন রয়টার্সকে জানান, গ্রাহকরা যারা ইতোমধ্যে মডেল ৩ গাড়ির জন্য নিবন্ধন করে ফেলেছেন, তারা প্রতিষ্ঠানের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালেই গাড়ি পেয়ে যাবেন।

এর আগে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়েছিল আগে বুকিং দেওয়া সব গাড়ি ২০১৮ সালের মাঝামাঝি বা তারও পরে গ্রাহকদের হাতে পৌঁছানো সম্ভব হবে।

এর আগে ২০১৬ সালের এপ্রিল মাসে নিজেদের বহুল প্রতীক্ষিত সর্বনিম্ন খরচের মডেল ৩ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছিল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা।