অ্যাসাঞ্জের ইন্টারনেটে প্রবেশ বন্ধে 'বিশেষ কারণ'

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে উইকিলিকস প্রতিষ্ঠাতার ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে ইকুয়েডর। 

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 02:31 PM
Updated : 19 Oct 2016, 02:31 PM

অ্যাসাঞ্জ প্রায় চার বছর যাবৎ লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন। এর আগে তিনি ইন্টারনেটে প্রবেশাধিকার হারান। আশ্রয়দাতা দেশ ইকুয়েডরের দূতাবাস এই পদক্ষেপ নেওয়ার কথা স্বীকার করেছে।

ইকুয়েডর সরকার জানিয়েছে, তারা সাময়িকভাবে নেটওয়ার্কে অ্যাসাঞ্জের প্রবেশ 'সীমিত' করেছে। আলোড়ন সৃষ্টিকারী তার এই সাইট থেকে প্রকাশিত নথি মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে সরকার শঙ্কিত, খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি'র।

"সাম্প্রতিক সপ্তাহে উইকিলিকস এমন কিছু নথি প্রকাশ করেছে যেগুলো মার্কিন নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। ইকুয়েডর সরকার সবসময় অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ 'না করার' বিষয়ে সচেতন। তা ছাড়াও অন্যান্য দেশে কোনো বিশেষ প্রার্থী নির্বাচনে সমর্থন বা উন্নতিতে হস্তক্ষেপ করবে না ইকুয়েডর", বলেছে ইকুয়েডর সরকার।