গানের তালে হবে পিংপং খেলা

পিংপং খেলার নতুন এক অ্যাপ তৈরি করেছেন সিয়াটলভিত্তিক ডিজাইনার মার্ক হুইলার। এই অ্যাপে খেলার সঙ্গে তাল দিয়ে মিউজিকও বাজানো যাবে।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2016, 12:53 PM
Updated : 17 Oct 2016, 12:53 PM

নতুন এই পিংপং বোর্ডে প্যাডেলের সঙ্গে যুক্ত মাইক্রোফোন আর রেট্রো রেডিওতে রাখা আরডুইনোর সমন্বয় ঘটানো হয়েছে। হুইলার আর তার দল নতুন এই অ্যাপের নাম দিয়েছেন পিংপং এফএম।

প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, এই অ্যাপ তৈরির পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে মিউজিকের তালে খেলায় তাল-লয়ের সমন্বয় করা। খেলার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এই মিউজিকের গতি বাড়তে থাকে। যদি কোনো খেলোয়াড় বল খেলতে ব্যর্থ হন তখন মিউজিক থেমে যায়। এটি এই খেলার জন্য মজার বিষয়ও বটে।

নতুন তৈরি এই সিস্টেমে খেলার সময় বল প্যাডেলের সংস্পর্শে আসলে প্যাডেলের সঙ্গে যুক্ত মাইক্রোফোনে কম্পনের সৃষ্টি হয়, যা আরডুইনোতে প্রক্রিয়াকরণের পর রেট্রো রেডিওতে পৌঁছে। যতক্ষণ পর্যন্ত বল প্যাডেলে আঘাত করে এমন সংকেত পায় ততক্ষণ পর্যন্তই একই লয়ে মিউজিক বাজতে থাকে।

এই প্রকল্পের মূল অংশই হচ্ছে মিউজিকের তালে পিংপং খেলা উপভোগ করা। নিঃসন্দেহে এই অ্যাপটি পিংপং খেলার মতো সাধারণ খেলাকেও অসাধারণ করে তুলেছে -এমন মন্তব্য করেছেন অনেকেই।