স্টাইলাসসহ ল্যাপটপ আনবে স্যামসাং?

বাজারে নিজস্ব ক্রোমবুক ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে স্যামসাং, আর এতে থাকবে স্টাইলাস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2016, 11:58 AM
Updated : 17 Oct 2016, 11:58 AM

কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, এটি হচ্ছে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমচালিত একটি ল্যাপটপ যার সঙ্গে জুড়ে দেওয়া হবে স্টাইলাস। সামনের সপ্তাহের মধ্যেই এই ল্যাপটপ বাজারে আনা হতে পারে।  

এর আগে স্যামসাং ক্রোমবুক-কে 'কেভিন' নাম দেওয়া হয়েছিল। এতে সম্ভাব্য যে ফিচারগুলো থাকছে সেগুলো হচ্ছে- ১২.৩ টাচস্ক্রিন ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি হিঞ্জ আর ৩২ জিবি স্টোরেজ। সঙ্গে স্যামসাংয়ের 'পেন' নাম দেওয়া স্টাইলাস তো আছেই। 

বিভিন্ন ই-কমার্স সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর বাজারে ছাড়তে যাওয়া এই ডিভাইসের দাম ধরা হবে ৪৯৯ ডলার। তবে দামের এই অংকটা পরিবর্তন করা হতে পারে। বাজারে থাকা এই ক্যাটাগরির ক্রোমবুকগুলোর দাম ১৮০ থেকে ৩০০ ডলার। সে হিসাবে আনুমানিক ধরা এই দামটা কিছুটা বেশিই হতে পারে। 

বাজারে চলা এই গুঞ্জন নিয়ে স্যামসাং কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে।

গ্যালক্সি নোট ৭ নিয়ে ভালই ধকল পোহাতে হয়েছে দক্ষিণ কোরীয় এই ইলেকট্রনিক জায়ান্টকে। নতুন এই ল্যাপটপ উন্মোচনে ক্রোমবুক প্রো-কে নিজেদের ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত করতে স্যামসাংয়ের আগ্রহ প্রকাশ পাবে।