তৃতীয় প্রান্তিকের তথ্য জানাবে না ইয়াহু

ইয়াহু এবার তৃতীয় প্রান্তিকের আর্থিক তথ্য সম্পর্কে অবগত করার সময় শেয়ারধারীদের কোনো কল গ্রহন বা ওয়েবকাস্ট করবে না বলে জানিয়ে দিয়েছে। ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটি শুক্রবার এই ঘোষণা দেয়।

রিফাত আহসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 05:09 PM
Updated : 16 Oct 2016, 05:09 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের কথা ছিল বলে জানিয়েছে রয়টার্স।

অনেকদিন ধরেই প্রতিষ্ঠান বিক্রি হওয়ার অপেক্ষায় রয়েছে ইয়াহু। এ নিয়ে ক্রেতা ভেরাইজন কমিউনিকেশনস ইনকর্পোরেটেড-এর সঙে ৪৮৩ কোটি ডলার চুক্তি সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে। 

চলতি বছর সেপ্টেম্বরে ইয়াহু জানায়, ২০১৪ সালের এক ডেটা লঙ্ঘনের ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় ৫০ কোটি ব্যবহারকারীর নাম, ইমেইল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, জন্ম তারিখ আর এনক্রিপটেড পাসওয়ার্ড বেহাত হয়ে যায়। এ ঘটনার পর কিছুটা পিছু হটে ভেরাইজন। ইয়াহু-কে কিনতে দাম কমাতে নতুন করে আলোচনার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি।

ভেরাইজন-এর জেনারেল কাউন্সেল ক্রেইগ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের জানান, "বিশাল তথ্য লঙ্ঘনের কারণে এমন কোনো প্রভাব পড়েছে যার ফলে ইয়াহু-কে কিনতে করা ৪৮৩ কোটি ডলারের চুক্তি বাতিল করা যেতে পারে- এমন ধারণার পেছনে 'যৌক্তিক ভিত্তি' রয়েছে।"

২০ অক্টোবর এ ব্যাপারে বিস্তারিত জানাবে টেলিযোগাযোগ সেবাদাতা মার্কিন এই প্রতিষ্ঠানটি।

সাধারণত অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এমন প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে না।