লিংকডইন নিয়ে ইইউ'র দ্বারে মাইক্রোসফট

ব্যবসায়-বান্ধব সামাজিক মাধ্যম লিংকডইন-কে দুই হাজার ছয়শ' কোটি ডলার মূল্যে কেনা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন-এর অ্যান্টিট্রাস্ট অনুমোদন চাচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, শুক্রবার এমনটাই জানিয়েছে মাইক্রোসফটের একজন মুখপাত্র।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2016, 12:55 PM
Updated : 15 Oct 2016, 12:56 PM

এর মাধ্যমে আলোচিত এই চুক্তির জন্য মাসব্যাপী নিয়ন্ত্রকদের পর্যালোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

"আমরা আজ এই আবেদন নথিভুক্ত করেছি", বলেন মাইক্রোসফট-এর মুখপাত্র রবিন কচ। তিনি জানান, ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন এই বিষয় পরীক্ষার জন্য ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে।

ইইউ-এর বাজার প্রতিযোগিতা কর্তৃপক্ষ ছাড় দিয়ে বা কোনো রকম ছাড় না দিয়েই এই চুক্তি বাতিল করতে পারে বা গুরুতর বিবেচনা করলে দীর্ঘ তদন্তও শুরু করতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স এই ক্রয়চুক্তির সমালোচনা করেছে। ওই প্রতিষ্ঠানের দাবি, এটি নতুন কোনো পরিবর্তন বা উদ্ভাবন এবং প্রতিযোগিতার জন্য ‘হুমকিস্বরূপ’।

স্মার্টফোনে ফেইসবুক আর অন্যান্য সামাজিক মাধ্যমের চেয়ে এ খাতে যথেষ্ট প্রতিযোগিতা অপেক্ষা করছে- আত্মপক্ষ সমর্থনে মাইক্রোসফট এমনটাই মন্তব্য করবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর অস্ট্রেলিয়ার অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে এই চুক্তি অনুমোদন করেছে।