এ মাসেই 'বিক্রি হবে' টুইটার

২৭ অক্টোবর প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময়ের মধ্যে নিজেদের বিক্রির বিষয়ে আলোচনা শেষ করতে সম্ভাব্য ক্রেতাদের কাছে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2016, 01:32 PM
Updated : 6 Oct 2016, 01:32 PM

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স। 

টুইটার-কে একীভূত করতে চায় বা কিনে নিতে চায় এমন প্রতিষ্ঠানগুলোর জন্য এই সময়টি 'অনেক উচ্চাকাংখী' বলে ভাষ্য সংবাদমাধ্যমটির। সেপ্টেম্বর থেকেই টুইটার টুইটার নিজেদের বিক্রির বিষয়টি আলোচনায় নিয়ে আসে। প্রতিষ্ঠান প্রধান জ্যাক ডরসি যে শেয়ারধারী আর কর্মীদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে যত দ্রুত সম্ভব স্পষ্ট ধারণা দিতে যে চেষ্টা করছেন, এটি তার পরিষ্কার ইঙ্গিত। 

টুইটার কেনায় সময় বাকি এখন সামনের দুই সপ্তাহ। ইতোমধ্যে সম্ভাব্য ক্রেতাদের ক্ষেত্র কমিয়ে এনেছে মাইক্রোব্লগিং সাইটটি। প্রতিষ্ঠানটি কেনার দৌড়ে আছে সেলসফোর্স ডটকম, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট আর ওয়াল্ট ডিজনি কো., শোনা গেছে মাইক্রোসফটের নামও।   

অন্যদিকে, বুধবার নাম প্রকাশ না করা সূত্রের বরাতে প্রযুক্তি সাইট রিকোড জানিয়েছে, গুগল টুইটার-কে কিনতে আগাবে না।  

এই প্রক্রিয়ার মাধ্যমে যে প্রতিষ্ঠানটি বিক্রিই হবে তা এখনও নিশ্চিত নয় বলে সতর্ক করেছে রয়টার্স-এর সূত্র। বিষয়টি অত্যন্ত গোপন হওয়ায় ওই সূত্র পরিচয় প্রকাশে রাজি হয়নি। 

টুইটার আর সেলসফোর্স কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ডিজনি আর গুগল-কে অনুরোধ করা হলেও তাড়া কোনো সাড়া দেয়নি।