বিলবোর্ডে পর্ন, আটক আইটি বিশ্লেষক

পাবলিক বিলবোর্ড হ্যাক করে তাতে সম্প্রচার করা হয়েছে পর্নোগ্রাফি ফিল্ম, আর এই অভিযোগে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2016, 02:38 PM
Updated : 5 Oct 2016, 02:38 PM

ঘটনা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। দক্ষিণ জাকার্তার ওই রাস্তায় চলার সময় গাড়ি চালকরা রাস্তার ধারে বৈদ্যুতিক পর্দায় জাপানি পর্ন দেখে অবাক হয়ে যান।

২৪ বছর বয়সী এক আইটি বিশ্লেষক এ ঘটনা ঘটিয়েছেন। নিজ দোষে স্বীকার করে নেওয়া এই ব্যক্তিকে এই অপরাধের দায়ে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড বা শতকোটি ডলার ইন্দোনেশিয়ান রুপি জরিমানা পরিশোধের আদেশ দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ওই ভিডিও পাঁচ মিনিট ধরে চলার পর, বিলবোর্ডটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। তবে, এর মধ্যেই অনেকে মোবাইল ফোনে ভিডিও করে ফেলেন ওই ক্লিপ আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এটি। 

বিলবোর্ডে পাওয়া লগইন-এর বিস্তারিত তথ্য পাওয়ার পর আসামিক তার নিজ কার্যালয় থেকে আটক করা হয়। 

জাকার্তা পুলিশ প্রধান মুহম্মদ ইরিয়াওয়ান বলেন, "সন্দেহভাজন জানিয়েছেন তিনি একা এই কাজ করেছেন। কিন্তু তিনি আসলেই একা কাজ করেছেন কিনা আর তার কী কোনো বিশেষ উদ্দেশ্য ছিল নাকি তিনি শুধুই মানুষকে বোকা বানাচ্ছিলেন তা নিয়ে আমরা তদন্ত করছি।

ইন্দোনেশিয়ায় পর্নোগ্রাফিক ওয়েবসাইট অ্যাকসেস বন্ধ করে রাখা হয়। এর আগে দেশটিতে প্রাপ্তবয়স্ক কনটেন্ট-এর জন্য টাম্বলার আর ভিমিও'র মতো সাইটগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়।