প্রত্যাশার ৫০ গুণ পোকিমন গো ট্রাফিক

অনলাইনে 'পোকিমন গো'-এর ট্রাফিক প্রত্যাশার চেয়ে ৫০ গুণ ছাড়িয়েছে। আশাতীত এ ট্রাফিক গুগলের নতুন ক্লাউড সেবাকে 'গুরুতরভাবে' পরীক্ষায় ফেলেছে বলে জানানো হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 10:56 AM
Updated : 1 Oct 2016, 10:56 AM

গুগলের গ্রাহক নির্ভরযোগ্যতা প্রকৌশলের পরিচালক লিউক স্টোন এক ব্লগ পোস্টে পোকিমন গো-এর বাড়তি ট্রাফিকের বিষয়টি নিশ্চিত করেছেন, জানিয়েছে প্রযুক্তি সংবাদের সাইট সিনেট।

লিউক জানান, গ্রাহক সাধারণত নতুন পণ্য বা সেবা ধীরে ধীরে গ্রহণ করে। পোকিমন গো-এর বেলাতে সেটি ঘটেনি। জুলাইয়ে গেইমটি উন্মোচন করার পর খুব দ্রুত প্রত্যাশাতীত জনপ্রিয়তা লাভ করে গেইমটি।

পোকিমন গো-এর বাড়তি ট্রাফিক গুগলের নতুন ক্লাউড ফিচারকেই পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে গেইমটি উন্মোচন করার ১৫ মিনিটের মধ্যে এর ট্রাফিক এতটাই বেড়ে যায় যে, গুগলকে ব্যাকআপের আহবান করে এর নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটেক।

নিয়ানটেক-এর পক্ষ থেকে ধারণা করা হয়েছিল সবচেয়ে তীব্র পরিস্থিতিতে পোকিমন গো-এর ট্রাফিক লক্ষ্যমাত্রার তুলনায় পাঁচ গুণ বেশি হতে পারে। এক্ষেত্রে গেইমটির ট্রাফিক গিয়ে দাঁড়িয়েছে লক্ষ্যমাত্রার ১০ গুণ যেটি আসল লক্ষ্যের তুলনায় ৫০ গুণ।

এই বাড়তি ট্রাফিক সামাল দিতে সফটওয়্যার সিস্টেম আপগ্রেড করতে কাজ করছে গুগল এবং নিয়ানটেক।