আবারও জরিমানায় অ্যাপল
ফুয়াদ তানভীর অমি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2016 04:01 PM BdST Updated: 01 Oct 2016 04:02 PM BdST
ভারনেটএক্স হোল্ডিং কর্পোরেশন-এর সঙ্গে পেটেন্ট মামলায় হেরেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ৩০ সেপ্টেম্বর মামলার রায়ে জরিমানা হিসেবে অ্যাপলকে ৩০ কোটি ২৪ লাখ মার্কিন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।
ইন্টারনেট সিকিউরিটি প্রযুক্তির পেটেন্ট লঙ্ঘনের দায়ে ২০১০ সালে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে ভারনেটএক্স। অ্যাপলের ফেইসটাইম ভিডিও কনফারেন্স অ্যাপসহ অন্যান্য অ্যাপে এই প্রযুক্তি ভারনেটএক্স-এর অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে বলে দাবী করা হয়, জানিয়েছে রয়টার্স।
২০১০ সালে নিরাপদ নেটওয়ার্ক বিষয়ের চারটি পেটেন্ট নিয়ে ইস্টার্ন ডিসট্রিক্ট টেক্সাস ফেডেরাল আদালতে মামলা করে ভারনেটএক্স। ২০১২ সালে ক্ষতিপূরণ হিসেবে ৩৬ কোটি ৮২ লাখ জরিমানা করা হয় অ্যাপলকে। সে সময় ওয়াশিংটন ডিসি এর ফেডারাল সার্কিট আদালতের ইউএস কোর্ট অফ আপিলস এই রায়ে কিছুটা পরিবর্তন আনে। আদালতের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিপূরণ হিসাব করতে মামলার বিচারক যেভাবে জুরিদের নির্দেশ দিয়েছেন সেটিতে সমস্যা থাকায় রায় পুনর্বিবেচনা করা হবে।
এ বছরের ফেব্রুয়ারিতে ওই মামলার রায়ে আরও বড় আকারের জরিমানা করা হয় অ্যাপলকে। ৬২ কোটি ৫৬ লাখ ডলারের জরিমানা মার্কিন পেটেন্ট মামলার সবচেয়ে বড় অংকের জরিমানা হিসেবে বিবেচনা করা হয়।
মামলার এমন রায়কে বাতিল করেন টেক্সাস আদালতের বিচারক রবার্ট শ্রোয়েডার। তিনি বলেন, আগের মামলার পুনরাবৃত্তি জুরিদেরকে দ্বিধান্বিত করতে পারে, যেটি অ্যাপলের জন্য অনুচিত হবে। নতুন বিচার প্রক্রিয়ায় জুরিদেরকের ভারনেটএক্স-এর দুইটি পেটেন্টের ক্ষতিপূরণ হিসাব করতে বলা হয়। যে পেটেন্ট দুইটি অ্যাপল লঙ্ঘন করেছে বলে ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া অপর দুইটি পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে কি না এবং এর ক্ষতিপূরণ কত সেটিও হিসাব করতে বলা হয়েছে।
এই রায়ে জরিমানা হিসেবে যে ৩০ কোটি ২৪ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে সেটি ভারনেটএক্স দাবি করেছে বলে জানানো হয়। এ বিষয়ে জানতে অ্যাপল এবং ভারনেটএক্স-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিষ্ঠানই মন্তব্য করতে রাজী হয়নি।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন