‘পকেট পিসি’ নিয়ে ঢাকায় ইনটেল-এর কর্মশালা

বড় আকারের পিসিকে এবার বুক পকেট আকারে নিয়ে এসেছে ইনটেল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 01:35 PM
Updated : 25 Sept 2016, 01:35 PM

২০০৩ সাল থেকে গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রযুক্তির নিয়মিত পরিবর্তনের ধারাবাহিকতায় ইনটেল-এর সর্বশেষ সংযোজন ষষ্ঠ প্রজন্মের কম্পিউটার স্টিক ও নাক পিসি (নেক্সট ইউনিট অফ কম্পিউটিং)।

২৪ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় ঢাকার এক রেস্তোঁরায় আয়োজিত বিপনণ কর্মীদের এক কর্মশালায় এ তথ্য উপস্থাপন করেন ইনটেল চ্যানেল এক্সিকিউটিভ জাহিনুল হক। কম্পিউটার সোর্স আয়োজিত এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিশেষায়িত ব্যবসায় ইউনিট (এসবিইউ) প্রধান মেহেদী জামান, ইনটেল পণ্য ব্যবস্থাপক হুমায়ন কবিরসহ আরও কয়েকজন।  

কর্মশালায় ল্যাপটপে তারহীন প্রযুক্তির নেটওয়ার্ক স্থাপন, স্পর্শ প্রযুক্তির আল্ট্রাবুক, মোবাইল চিপ সেট এবং সর্বশেষ আগামী প্রজন্মের পকেট আকারের পিসিকে নিয়ে আসার ধারাবাহিক সফল্যের কথা তুলে ধরে নতুন পণ্যসারির করিগরি ও ব্যবহারিক বৈশিষ্ট তুলে ধরা হয় বলে জানিয়েছে কম্পিউটার সোর্স।

গ্রাহকের প্রয়োজন শনাক্তের কৌশল নির্ধারণ বিষয়ে পরামর্শও দেওয়া হয় এই কর্মশালায়।