স্বচালিত গাড়ি, বিতণ্ডায় টেসলা-মবিলিয়ে

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা নিরাপত্তাকে ‘সীমানার বাইরে ঠেলছে’ বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটির সাবেক সহযোগী ইসরায়েলি কম্পিউটারভিত্তিক গাড়ি গবেষণা প্রতিষ্ঠান মবিলিয়ে।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2016, 01:42 PM
Updated : 16 Sept 2016, 01:42 PM

মবিলিয়ের চেয়ারম্যানের মতে, টেসলার অটোপাইলট গাড়ির বিস্তার বাড়ানোর উদ্দীপনা দেখে মবিলিয়ে টেসলার সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছে।

২০১৬ সালের মে মাসে মর্মান্তিক দুর্ঘটনার পর টেসলার অটোপাইলট সিস্টেম গভীর তদন্তের মধ্যে আছে।

মবিলিয়ে-এর এমন মন্তব্যের জবাবে টেসলা জানায়, অটোপাইলট সিস্টেমটিড় উদ্দেশ্য গাড়িকে স্বচালিত যানবাহনে পরিণত করা ছিল না, চালকদের সহায়তা করাই ছিল মূল লক্ষ্য।

মবিলিয়ে-এর কর্মকর্তা এবং প্রযুক্তি প্রধান অ্যামন শ্যাশুয়া রয়টার্সকে জানান, অটোপাইলট-এর নকশাটি নিরাপত্তার উদ্দেশ্যে আরও সামনের দিকে নিয়ে গেলে তা হুমকির মধ্যে পড়তে পারে। তিনি আরও বলেন, “নিরাপত্তার উদ্দেশ্যে সব দুর্ঘটনাকে ঠেকানোর জন্য এটি (অটোপাইলট) ডিজাইন করা হয়নি।”

“এটি একটি চালক সহযোগী ব্যবস্থা এবং এটি কোনো চালকবিহীন ব্যবস্থা নয়"- যোগ করেন তিনি।

২০১৬ সালের জুলাই মাসের এক দুর্ঘটনার পর মবিলিয়ে এবং টেসলা এক সঙ্গে কাজ করা বন্ধ করে দেয়।

শ্যাশুয়ার মন্তব্য উদ্দেশ্য করে টেসলার একজন মুখপাত্র এক মন্তব্যে জানান, “একে (অটোপাইলট) এমনভাবেই ব্যাখা করা হয়েছে, যে এটি (অটোপাইলট) চালকদের জন্য একটি সহায়ক হিসেবে কাজ করবে, চালকের স্থানটি নিয়ে নেবে তা নয়।“