নতুন আইফোন, লাফাচ্ছে অ্যাপলের শেয়ারদর

বুধবার ২০১৬ সালের সর্বোচ্চ অবস্থায় উঠে আসে অ্যাপলের শেয়ারমূল্য। এপ্রিল মাসের পর প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৬০ হাজার ডলার ছাড়িয়ে গেল।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2016, 02:06 PM
Updated : 15 Sept 2016, 02:06 PM

প্রতিষ্ঠানটির নতুন আইফোন উন্মোচনের মাধ্যমে আইফোন বিক্রি কমে যাওয়ার ক্ষতি ঢেকে যাবে আর শেয়ার বাজারে অবস্থান উন্নত হবে বলে জানিয়েছে রয়টার্স।

মার্কিন যুক্তরাষ্ট্রের মোবাইল ফোন অপারেটরদের প্রতিবেদনে দেখা যায়, আইফোন ৭ এর প্রচুর আগাম অর্ডার আর প্রতিষ্ঠানটির শক্ত প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের নতুন পণ্য গ্যালাক্সি নোট ৭ নির্মাতা প্রতিষ্ঠান থেকে ফোন ফেরত নেওয়ার আহ্বানের প্রেক্ষিতে, অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৩.০৩ ডলার হয়েছে। এর আগের তিনদিন শেয়ারবাজারে অ্যাপলের প্রতি শেয়ারে লাভের পরিমাণ ছিল ১০ শতাংশ।

বর্তমানে অ্যাপলের বাজার মূল্য ৬০৭০০ কোটি ডলার। অন্যদিকে, অ্যালফাবেট -এর বাজার মূল্য ৫৩৫০০ কোটি ডলার আর মাইক্রোসফট-এর মূল্য ৪৪ হাজার কোটি ডলার।

টানা দুই বছর ধরে অ্যাপলের শেয়ার মূল্য আশানুরূপ না বাড়ার কারণে, কোনো কোনো পোর্টফোলিও ব্যবস্থাপক মত দিয়েছিলেন যে, অ্যাপল আর শেয়ারবাজারে তাদের মূল্য বাড়াতে পারবে না।

মার্কিন মোবাইল অপারেটর স্প্রিন্ট জানায়, আইফোন ৭-এর প্রি-অর্ডার আগের বছরের আইফোন (আইফোন ৬ এস)-এর চেয়ে চারগুণ বেশি ছিল। টি মোবাইল জানিয়েছে, আইফোন-৭ এর আগের 'সবচেয়ে জনপ্রিয়' আইফোনটির চেয়েও আইফোন ৭-এর প্রি-অর্ডার চারগুণ বেশি।

অ্যাপলের পণ্যের প্রতি চাহিদা বাড়ছে এমনটি জানিয়েছে চীনা পণ্যমান যাচাই কর্তৃপক্ষ।