ইনস্টাগ্রাম মেসেজ, কমেন্টে ফিল্টার

চলতি বছর শুরুতে কিছু ‘উচ্চ প্রোফাইলধারী' ব্যবহারকারীর জন্য মেসেজ আর কমেন্টে ফিল্টার চালু করলেও, এখন তা সাধারণ ব্যবহারকারীদের জন্যও চালু করছে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2016, 10:40 AM
Updated : 13 Sept 2016, 10:40 AM

যেসব 'কাস্টম' করে রাখা শব্দ ব্যবহারকারীরা তাদের কমেন্ট থেকে লুকাতে চান, সেসব শব্দ তারা এখন বাছাই করে দিতে পারবেন। এ ছাড়াও 'হাইড ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস’ - এই অপশন অন করে ব্যবহারকারী প্রচলিত 'অনুপযুক্ত' শব্দ লুকিয়ে ফেলতে পারেন।

মার্কিন প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, এই সুবিধা পেতে ব্যবহারকারীকে গিয়ার আইকনে প্রবেশ করতে হবে। এ ছাড়াও ইনস্টাগ্রাম সম্প্রতি তাদের কমেন্ট প্রদর্শনের পদ্ধতি হালনাগাদ করেছে। ফলে এখন ইনস্টাগ্রামের কোনো পোস্টে করা সবচেয়ে প্রাসঙ্গিক মন্তব্য সবার উপরে প্রদর্শিত হবে এবং তারপর বাকিগুলো ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে।

এই হালনাগাদের ব্যাপারে প্রথম রটনা ছিল মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর। জুলাই মাসে তাদের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম তাদের 'কমেন্ট' শাখাই বন্ধ করে দেবে। যদিও এখন পর্যন্ত এর সত্যতা পাওয়া যায়নি, কারণ এখনও এমন কোন পদক্ষেপ নেয়নি ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।