গুগল ফটোস-এ নতুন আপডেট

আইওএস-এ ইতোমধ্যে 'ভাল' অবস্থায় থাকা 'গুগল ফটোস' অ্যাপকে আরও উন্নত করতে যাচ্ছে ওয়েব জায়াট গুগল।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2016, 01:58 PM
Updated : 11 Sept 2016, 01:58 PM

চলতি সপ্তাহে মুক্তি পাওয়া অ্যাপটির ২.০ সংস্করণে ব্যবহারকারীদের জন্য লাইভ ফটো সম্পাদনা এবং শেয়ার করার মতো জিফ এবং ভিডিও ক্লিপে পরিণত করার সুযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তি সাইট ভার্জ। তা ছাড়াও আইফোন ব্যবহারকারী ছাড়াও অন্যান্য ফোন ব্যবহারকারীর জন্যও এসব ইমেইজে প্রবেশ সহজ করতে কাজ করছে গুগল।

গুগল রিসার্চ ফটো চলতি গ্রীষ্মে প্রথম লাইভ ফটোতে এডিটের 'মোশন স্টিলস' অ্যাপ চালু করে। এই অ্যাপ্লিকেশন ক্যামেরা রোলে লাইভ ফটো অনুসন্ধান করে এবং তাদেরকে কম কম্পনের জিফ বা সিনেমাতে সম্পাদিত করে।

নতুন এই সংস্করণে জিফ, ইমেজ আর ভিডিওগুলো ইনস্টাগ্রাম আর ইউটিউবেও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

২০১৫ সালের নভেম্বরে ভিডিও বা ফটো এডিটে সহায়তাকারী প্রতিষ্ঠান ফ্লাই ল্যাবসকে কিনে নেয় গুগল ফটোস টিম। তার আগের ১৮ মাসে এটি থেকে ৩০ লাখ ডাউনলোড সম্পন্ন হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। তার আগে গুগল ফটোস ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে। আর এই ব্যবহারকারীরা ৫ হাজার কোটি ফটো আর ভিডিও আপলোড করেছেন।

২০১৫ সালের মে মাসে গুগল ফটোস অ্যাপের অভিষেক ঘটে। সে বছর অক্টোবরের মধ্যে অ্যাপটির ডেটাবেইজে যোগ হয় কমপেক্ষ ৩৮ লাখ গিগাবাইট ছবি আর ভিডিও।