'টাইটান' থেকে অ্যাপলের 'কর্মী ছাঁটাই'

'স্বচালিত গাড়ি প্রকল্পে কাজ করা' কয়েক ডজন কর্মী ছাঁটাই করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2016, 01:38 PM
Updated : 11 Sept 2016, 01:38 PM

প্রতিষ্ঠানটি তাদের কথিত প্রকল্প 'টাইটান'-এর কৌশল নিয়ে নতুনভাবে ভাবছে আর এই 'রিবুট'-এর অংশ হিসেবেই কর্মী ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে ওই প্রতিবেদনে।

যদিও অ্যাপল কখনই কোনো যান নিয়ে কাজ করা আর তা স্বচালিত হবে এমন বিষয়ে গণমাধ্যমে কোনো ঘোষণা দেয়নি, কিন্তু ২০১৫ সালের শুরুর দিকে এক প্রতিবেদনে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্টিট জার্নাল জানায়- প্রতিষ্ঠানটির নিজেদের বৈদ্যুতিক গাড়ি খাতে কয়েকশ' কর্মী কাজ করছে।

সে সময় থেকেই অ্যাপল এই খাতের স্বনামধন্য কর্মীদের নিয়োগ দিচ্ছে এবং এমন সব ফাইল পেটেন্ট করছে যার সঙ্গে স্বচলিত গাড়ির সাথে সম্পৃক্ততা আছে বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।

অ্যাপলের গাড়ি নিয়ে আলোচনা এখানেই শেষ হয়নি। অনেক ঘটনা রটনায় এ নিয়ে জন্ম নিয়েছে একের পর এক গুঞ্জন। 

ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে জানায়, পুরোপুরিভাবে স্বচলিত গাড়ির প্রস্তুতির পরিকল্পনা থেকে অ্যাপল লক্ষ্য সরিয়ে ফেলেছে, কর্মী অব্যাহতি তাই ইশারা করছে।

এরই সঙ্গে গুগল, টেসলা এবং উবার-এর মতো প্রযুক্তি জায়ান্টগুলো স্বচালিত যানবাহন বানাতে কাজ করছে।