মোবাইল ওয়েবে আসছে অ্যান্ড্রয়েড পে

মোবাইল ওয়েবে খুব 'শীঘ্রই' চালু হতে যাচ্ছে মোবাইল লেনদেন সেবা‘অ্যান্ড্রয়েড পে’,  জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল।

নাজিয়া শারমিনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2016, 11:25 AM
Updated : 9 Sept 2016, 11:25 AM

এর ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা তাদের গুগল ক্রোমের মাধ্যমে অনলাইনে জিনিসপত্র কিনতে পারবেন এবং তাদের ক্রেডিট কার্ড দিয়ে মূল্য পরিশোধ করতে পারবেন।

গুগলের নিজস্ব কম্পিউটার অপারেটিং সিস্টেম ক্রোমে অনলাইন লেনদেন সেবা অ্যান্ড্রয়েড পে চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে মার্কিন প্রযুক্তি সাইট ভার্জ।

গুগলের গ্লোবাল পেমেন্ট প্রোডাক্টস-এর প্রধান পালি ভাট লিখেছেন, “আমরা মোবাইল অ্যাপকে অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছি এবং মোবাইল ওয়েবে সহজ এবং নিরাপদ অ্যান্ড্রয়েড পে আনছি। ব্যবহারকারীরা ক্রোমে গ্রুপঅনডটকম, ১-৮০০-ফ্লাওয়ারসডটকম এবং এর মতো অনেক আসন্ন অ্যান্ড্রয়েড পে’রসাইটগুলো ব্যবহার করে মোবাইল চেকআউট দ্রুততর করতে সক্ষম হবেন।”

এ ছাড়াও এই অনির্দিষ্ট মোবাইল ওয়েব সাপোর্টের টাইমলাইনে নতুন ব্যাংকের সঙ্গে চুক্তি সাক্ষর করতে যাচ্ছে বলেও ঘোষণা দিয়েছে গুগল।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের চে’স ব্যাংকের গ্রাহকরা অ্যান্ড্রয়েড পে ব্যবহার করতে সক্ষম হবেন।

এ ছাড়াও এটি উবার-এর ‘পেমেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’-এ অংশগ্রহণ করবে বলে জানিয়েছে গুগল। ৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা এই প্রোগ্রামটিতে যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড পে ব্যবহারকারীরা উবারের ট্যাক্সি ভাড়াতে ১০টি যাত্রায় ৫০ শতাংশ ছাড় পাবেন।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে গুগল প্রথম ‘অ্যাপল পে’-র মত মোবাইল লেনদেন সেবা অ্যান্ড্রয়েড পে চালু করে। অতঃপর চলতি বছরের মে মাসে এ সেবাটি যুক্তরাজ্যে চালু করা হয়। গুগল এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের অ্যান্ড্রয়েড পে-এর ব্যবহার দ্রুত আরও বিস্তৃত করা হবে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশেও তারা এই সুবিধা চালু করবে।