স্যাটেলাইট ধ্বংস: অর্থ চাইবে নির্মাতারা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2016 07:40 PM BdST Updated: 05 Sep 2016 07:40 PM BdST
স্যাটেলাইটসহ রকেট বিধ্বস্তের ঘটনায় স্পেসএক্স-এর কাছে পাঁচ কোটি ডলার চাইতে পারে স্যাটেলাইটটির নির্মাতারা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক রকেট উৎক্ষেপণ অঞ্চলে এক বিস্ফোরণের ফলে মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্স-এর রকেট আর এতে থাকা স্যাটেলাইট ধ্বংস হয়ে যায়। ফেইসবুকের বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া প্রকল্পের অংশ হিসেবে ওই স্যাটেলাইট পাঠানো হচ্ছিল।
এই ঘটনায় ধনকুবের ও প্রযুক্তি খাতে নানা উদ্ভাবনী ধারণা দিয়ে খ্যাত প্রকৌশলী ইলন মাস্ক-এর স্পেসএক্স এর কাছ থেকে পাঁচ কোটি ডলার চাওয়া হতে পারে বলে জানিয়েছে স্যাটেলাইটটির নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েল-এর স্পেস কমিউনিকেশন লিমিটেড বা স্পেসকম।
এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি ওই প্রতিষ্ঠানের ওই কর্মকর্তারা জানান, তারা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ থেকেও ২০ কোটি ৫০ লাখ ডলার সংগ্রহ করতে পারে।
এক মেইলে রয়টার্স-কে স্পেসএক্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি কোনো চুক্তি বা ইনসুরেন্স নীতি প্রকাশ করে না। প্রতিষ্ঠানটি পাবলিক নয়, আর এ কারণে রকেটটিতে কী ধরনের ইনসুরেন্স করা আছে বা লঞ্চ প্যাডের ক্ষতিপূরণ হিসেবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে কী দিতে হবে তা নিয়েও কিছু জানায়নি তারা।
অন্যদিকে, এই বিস্ফোরণের ঘটনায় ভালো ধাক্কা খেয়েছে স্পেসকম। এ কারণে ক্ষতির পরিমাণটা 'উল্লেখযোগ্য' আর এর ফলে এর ইকুইটি তিন কোটি থেকে ১২ কোটি ৩০ লাখ ডলার কমে যেতে পারে বলে ধারণা প্রকাশ করছে তারা।
শেষ বৃহস্পতিবার বিস্ফোরণের খবর পাওয়ার পর পর স্পেসকম-এর শেয়ারমূল্য নয় শতাংশ পড়ে যায়।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?