'ওয়ান্টেড' পোস্টার তিনি প্রোফাইলে দিয়েছিলেন!

পলাতক আসামীকে ধরতে বানানো 'ওয়ান্টেড' পোস্টার। সেই পোস্টার-কে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছিলেন আসামী নিজেই। আর এ থেকেই তাকে শনাক্ত করে ধরে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2016, 01:25 PM
Updated : 5 Sept 2016, 01:25 PM

ফ্লোরিডার স্টুয়ার্ট পুলিশ ডিপার্টমেন্ট ম্যাক ইয়ারউড নামের এই আসামীকে খুঁজছিল। তিনি 'ব্যাটারি' (বা অন্যায়ভাবে শারীরীক বলপ্রয়োগ)-এর অভিযোগে অভিযুক্ত বলে জানিয়েছে আইএএনএস। যৌন হয়রানি, আক্রমণাত্মক, হুমকি বা এমন কোনো অপরাধের আশংকা তৈরি করে এমন আচরণ-কে ব্যাটারি হিসেবে অভিহিত করা হয়।

নিজেদের ফেইসবুক পেইজে ওই পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়, "আপনি যদি পুলিশের চোখে 'ওয়ান্টেড' হোন, নিজের প্রোফাইল পিক হিসেবে নিজের ছবি থাকা 'ওয়ান্টেড অফ দ্য উইক' পোস্টার ব্যবহার করা সম্ভবত কোনো ভাল বুদ্ধি নয়।"

ইয়ারউড-এর সম্পর্কে পুলিশের হাতে অল্প কিছু ক্লু থাকায়, তারা আসামীর ফেইসবুক পেইজ ঘেঁটে দেখার সিদ্ধান্ত নেয়। ওই পেইজে পুলিশ আরেকটি ফ্লোরিডার বিচারে আসা 'ওয়ান্টেড' পোস্টারের ছবি পায়, যেখানেও ওই আসামীর ছবি ছিল।

পুলিশ বিভাগের একজন মুখপাত্র জানান, ইয়ারউড কেন ওই 'ওয়ান্টেড' পোস্টার প্রদর্শন করেছিলেন তা নিয়ে তিনি নিশ্চিত নন।

দুইটি পরোয়ানায় থাকা ইয়ারউড-কে ধরতে পুলিশ তার ভাইয়ের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাকে আটক করতে সক্ষম হয়।