পাকিস্তানে কৃষকরা পাবেন ৫০ লাখ স্মার্টফোন

কৃষিকাজের আধুনিক কৌশল সম্পর্কে জানাতে পাকিস্তানের কৃষকদের ৫০ লাখ স্মার্টফোন দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 11:23 AM
Updated : 1 Sept 2016, 11:23 AM

পাঞ্জাব ইনফরমেশন টেকনোলজি বোর্ড-এর চেয়ারম্যান ড. ওমর সাইফ জানান, এ প্রকল্পে প্রথম স্মার্টফোনগুলো চলতি বছর অক্টোবরে দেওয়া হবে। 

এই ডিভাইসগুলোর মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শও দেওয়া হবে বলে জানিয়েছে বিবিসি।

ড. সাইফ বলেন, "কৃষকরা তাদের ফসলের জন্য কীটনাশক ব্যবহারের বিষয়ে বিনামূল্যে বার্তা পাবেন।" ভারত ও কেনিয়া'র মতো দেশে সাম্প্রতিককালে এই স্মার্টফোন প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

ডেনমার্ক-এর আলবর্গ ইউনিভার্সিটি-এর হেন্ডরিক নচে সম্প্রতি এক বিশেষ স্মার্টফোন ইন্টারফেইস বানানোর প্রকল্পে জড়িত ছিলেন। নিরক্ষর কৃষকরাও ওই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।

হেন্ডরিক জানান, পাকিস্তানের এমন পদক্ষেপ 'প্রশংসনীয়'। কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, ব্যবহারকারীদের সবচেয়ে উপযুক্ত তথ্য পাওয়াটা এক্ষেত্রে কষ্টসাধ্য। তিনি বলেন, "কৃষকরা আসলেই জানতে চান এমন অনেক তথ্য অনলাইনে পাওয়া যায় না। এর মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ীর কী ভালমানের উপাদান আছে কিনা বা তাতে ভেজাল আছে কিনা এ ধরনের তথ্য উল্লেখযোগ্য।"