ছয় মাসেই উবারের ক্ষতি শতকোটি ডলার

কর, সুদ আর অবচয় খরচ দেওয়ার আগের হিসাব অনুযায়ী ২০১৬ সালের প্রথম ছয় মাসে অন্তত ১২৭ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে অনলাইন অ্যাপভিত্তিক যাত্রীসেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান উবার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 01:46 PM
Updated : 27 August 2016, 01:46 PM

এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্লুমবার্গ।

এই ক্ষতির জন্য চালকরা মূল কারণ- প্রান্তিক এক সম্মেলনে বিনিয়োগকারীদের কাছে উবারের অর্থ বিভাগের প্রধান গৌতম গুপ্তা এমন দাবি করেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

অ্যামাজন প্রধান জেফ বেজোস আর গোল্ডম্যান স্যাকস গ্রুপসহ উবারের বিনিয়োগকারীদের কাছ থেকে এ নিয়ে মন্তব্য নিতে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। 

চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি প্রায় ৫২ কোটি ডলার হারায়। আর দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটিকে লোকসান গুণতে হয় আরও ৭৫ কোটি ডলার। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ছয় হাজার নয়শ' কোটি ডলার। ২০১৫ সালে তারা অন্তত দুইশ' কোটি ডলার ক্ষতির মুখে পড়ে বলেও জানা যায়।

দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় প্রথম প্রান্তিকের ৯৬ কোটি ডলার থেকে বেড়ে ১১০ কোটি ডলার হয়েছে। আর একই সময়ে প্রতিষ্ঠানটির বুকিংয়ের সংখ্যা ৩৮০ কোটি থেকে বেড়ে পাঁচশ' কোটি ডলার হয়েছে।