টেক্সট বা ছবি তৈরিতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার প্রশিক্ষণে ‘কী ধরনের কপিরাইট করা উপাদান ব্যবহার করেছে’ সেটি প্রকাশের শর্তও থাকতে পারে এতে।
একই দিন বেইতোও'র রাস্তাতেও অনেক মানুষকে অবস্থানভিত্তিক এই খেলায় ভার্চুয়াল 'দানবকে' স্মার্টফোনে 'ধরতে' মগ্ন হতে দেখা যায়।
অনেকে গেইমিং চরিত্রটি 'ধরতে' সম্ভাব্য কাছাকাছি এলাকায় ছুটে যান।
আলোড়ন সৃষ্টিকারী গেইমিং চরিত্রগুলোর বিষয়ে এক খেলোয়াড় জানান, "স্নোরোলাক্স, গিয়ারাডোজ, ....... আর একটু বেশি প্রচলিত চরিত্রের মধ্যে রয়েছে 'অ্যারোড্যাকটাইল'।"
রয়টার্স জানিয়েছে, তথাকথিত পোকিস্টপগুলো প্রায়ই পার্কে স্থাপন করা হয়, যা অনেক মানুষের সমাবেশ সৃষ্টি করে।
"খুবই ভাল। আমার বিশ্বাস আমি খুব শক্তিশালী কিছুই (পোকিমন) পেয়েছি", মন্তব্য নিজের খেলায় সন্তুষ্ট এক তরুণ খেলোয়াড়ের।
তাইওয়ানের খেলোয়াড়রা 'পোকিমন গো' গেইমে এতোটাই আসক্ত যে, ট্রাফিক সিগনালে বসে থাকা স্কুটারে এই গেইম খেলার সময় পুলিশ তাদের উপর ক্ষিপ্ত হয়ে জরিমানা করে।