'সস্তা' মিউজিক স্ট্রিমিং আনছে অ্যামাজন

একটি মিউজিক সাবস্ক্রিপশন সার্ভিস নিয়ে কাজ করছে অ্যামাজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 01:01 PM
Updated : 23 August 2016, 01:01 PM

এই সেবায় প্রতি মাসে গ্রাহকদের হয়তো গুণতে হবে পাঁচ মার্কিন ডলার আর এটি শুধু মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটির নিজস্ব ইকো হার্ডওয়্যার পণ্যগুলোতেই পাওয়া যাবে, বিভিন্ন সূত্রের বরাতে এক প্রতিবেদনে খবর জানিয়েছে প্রযুক্তি সাইট রিকোড।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, অ্যামাজন চলতি বছর সেপ্টেম্বরে এই সার্ভিস চালু করতে যাচ্ছে। কিন্তু এখনও এ নিয়ে বড় সঙ্গীত লেবেল আর প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়নি।

চলতি বছর জুনে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, অ্যামাজন একটি নতুন ‘স্ট্যান্ডঅ্যালোন’ মিউজিক স্ট্রিমিং সার্ভিস আনতে যাচ্ছে। বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে এর মাসিক চার্জ ৯.৯৯ ডলার করা হবে তখন জানা যায়।

অ্যামাজন মাসিক চার বা পাঁচ ডলারের চেয়েও কম মূল্যে এই সেবা দেবে কিনা টা নিশ্চিত করা যায়নি।

এ নিয়ে তাৎক্ষণিকভাবে অ্যামাজনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে নিজস্ব মিউজিক-স্ট্রিমিং সেবা চালু করে অ্যামাজন।

সে সময় প্রতিষ্ঠানটি জানায়, কোনো প্রকারের বিজ্ঞাপন বা প্লেব্যাক নিষেধাজ্ঞা ছাড়াই প্রাইম গ্রাহকরা তাদের মিউজিক লাইব্রেরির সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা চাইলে নিজস্ব মোবাইল ডিভাইসে গান ডাউনলোডও করতে পারবেন। এর ফলে প্রাইম গ্রাহকদের গান শুনতে ইন্টারনেটের প্রয়োজন পড়বে না।