বিজ্ঞাপনে বাড়বে ফেইসবুক-এর আয়

ক্রমবর্ধমান বিজ্ঞাপন প্লাটফর্ম থেকে পরবর্তী বছর প্রায় ২০ শতাংশ আয় বাড়াতে পারে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক ইনকর্পোরেটেড, রোববার প্রকাশিত আমেরিকান আর্থিক বিশ্লেষণা ম্যাগাজিন ব্যারন'স-এর প্রতিবেদনে এমনটা জানা যায়। 

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 01:20 PM
Updated : 22 August 2016, 01:20 PM

রয়টার্স জানিয়েছে, শুক্রবার সোশাল মিডিয়া জায়ান্ট ফেইসবুকের শেয়ার প্রতিমূল্য ১২৪ মার্কিন ডলার পর্যন্ত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারিদের জন্য প্রদর্শিত বিজ্ঞাপন লোড করার মাধ্যমে ফেইসবুকের আয় আরও ত্বরান্বিত হবে।

এ ছাড়াও ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপসহ বিজ্ঞাপন লোডের অন্যান্য বিভিন্ন পন্থা রয়েছে, যার মাধ্যমে ফেইসবুক বিজ্ঞাপন দিতে পারে।

অন্যদিকে, ওয়াল স্ট্রিট আশা করছে ফেইসবুকের দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা ১১০ কোটি থেকে বেড়ে আগামী চার বছরে ১৭০ কোটিতে পৌঁছাবে। ততদিনে ফেইসবুক কীভাবে বিজ্ঞাপনের মাধ্যমে লেনদেন চালু করবে তা সম্পর্কে আরও জানতে পারবে বলে ধারণা করছে ব্যারন'স।

এক সমীক্ষায় দেখা গেছে, ২৫ বছরের কম বয়সী তরুণরা অন্যান্য বয়সের মানুষদের চেয়ে ফেইসবুকে অপেক্ষাকৃত বেশি সময় কাটায়।

এত কিছুর পরেও, ব্যারন'স বলছে- এই প্রতিষ্ঠান এক বছরে প্রতি শেয়ারের মূল্য ১৫৩ ডলার পর্যন্ত উঠাতে সক্ষম।