অজো-ক্যামেরা দাম কমালো নোকিয়া

ভার্চুয়াল রিয়ালিটি ক্যামেরা অজো-এর মূল্য উন্মোচনের সময়ের মূল্য থেকে ২৫ শতাংশ কমিয়ে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 01:59 PM
Updated : 18 August 2016, 01:59 PM

বর্তমানে ফিনিশ প্রতিষ্ঠানটির মূল ব্যবসায় হচ্ছে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সামগ্রী বিক্রি। চলতি বছরের শুরুর দিকে ডিজিটাল মিডিয়া ব্যবসায়ে নিজেদের পণ্য হিসেবে এই অজো ক্যামেরা আনে নোকিয়া।

উন্মোচনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপে ডিভাইসটি দাম ধরা হয় ৬০ হাজার মার্কিন ডলার। এবার এই ডিভাইসের দাম কমিয়ে ৪৫ হাজার ডলার করা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর থেকে চীনের বাজারেও ডিভাইসটি ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে রয়টার্স।

গোলাকার এই ক্যামেরায় আটটি সেন্সর আর মাইক্রোফোন আছে। ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটে দেখা যাবে এমন ৩ডি মুভি আর গেইম তৈরির জন্য এই ক্যামেরা বানানো হয়।

ভার্চুয়াল রিয়ালিটি বাজার দ্রুত উন্নত হচ্ছে আর নতুন ঠিক করা এই দাম তারই প্রতিফলন ঘটায় বলেই জানিয়েছে নোকিয়া।

২০১৫ সালে, অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো গুগল সফটওয়্যার ব্যবহার করে চলে এমন একটি ভিআর ক্যামেরা আনে। সেই সঙ্গে ফেইসবুক আর স্যামসাংয়ের মতো অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এ ধরনের পণ্য এনেছে।