পোকিমন গো: নিরাপত্তায় হেলমেট!

অগমেন্টেড রিয়ালিটি গেইম পোকিমন গো খেলতে খেলতে চোখের সামনে স্মার্টফোন ধরে রাখার কারণে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। এ বিষয় মাথায় রেখে এবার আনা হয়েছে বিশেষ এক হেলমেট, যা গেইমারকে এমন দুর্ঘটনা থেকে বাঁচাবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 02:46 PM
Updated : 17 August 2016, 02:46 PM

গেইমার যদি আগে থেকে সতর্ক না থাকেন, তবে পোকিমন গো হয়ে উঠতে পারে  বিপজ্জনক, ভাষ্য প্রযুক্তি সাইট সিনেট-এর। গেইম খেলতে গিয়ে চলার পর থেকে মনোযোগ সরে যাওয়া গেইমার প্রতারণার শিকার হয়েছেন, ঘটিয়েছেন দুর্ঘটনা আবার পড়েছেন গাড়ি দুর্ঘটনায়ও। 

অসতর্কভাবে পোকিমন গো খেলেন, এমন খেলোয়াড়দের জন্য একটি নিরাপত্তা হেলমেট ও একটি ফোন হোল্ডার বানিয়েছেন সিমন গিয়ার্টজ নামের এক রোবট নির্মাতা।   

‘বিশ্বের প্রথম পোকিমন গো হেলমেট’ নামে ডাকা এই হেলমেটের বদৌলতে ব্যবহারকারীকে আর তার মুখের সামনে স্মার্টফোন ধরে রাখতে হবে না।  

এই হেলমেট গেইমারদের “নিরাপত্তা, বাস্তব সুবিধা ও "সেক্সি লুক"’ দেবে বলে দাবি গিয়ার্টজ-এর।  

কোথায় কীভাবে পাওয়া যাবে এই হেলমেট? না, এই হেলমেট বিক্রির কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ওই নারী নির্মাতা। তবে, এক ভিডিওতে তিনি এটি প্রদর্শন করেছেন। এ কারণে, কারও যদি এই হেলমেট দরকার হয়, তার নিজেকে এই হেলমেট বানাতে হবে। 

মানুষকে সতর্ক করতে, হেলমেটে-এর দুইপাশে বড় করে পোকিমন গো-এর লোগো যুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।