চীনে বিনিয়োগ বাড়াবে অ্যাপল

চীনে নিজেদের বিনিয়োগ বাড়াবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 03:52 PM
Updated : 16 August 2016, 03:52 PM

অ্যাপলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে চীন একটি। এতে বিনিয়োগ বাড়ানোর সঙ্গে ২০১৬ সালের শেষের দিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিজেদের প্রথম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র তৈরি করবে মার্কিন প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছেন খোদ অ্যাপল প্রধান টিম কুক।

চীনের অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা ভাইস প্রিমিয়ার ঝ্যাং গাওলি-এর সঙ্গে এই বৈঠকে কুক এমন মন্তব্য করেন বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিষ্ঠানপ্রধানের ওই এক লাইনের বাইরে অ্যাপল এ নিয়ে আর কোনো মন্তব্য করেনি।

চলতি বছর মে মাসে চীনের শীর্ষস্থানীয় যাত্রীসেবাদাতা প্রতিষ্ঠান দিদি ছুসিংয়ে শতকোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে চীনে সবচেয়ে বেশি সফল হয়েছে অ্যাপল। আর অ্যাপলের জন্যেও দেশটি হয়েছে উন্নতির একটি প্রধান ভিত্তি। ২০১৫ সালে শুধু চীন থেকেই অ্যাপলের উপার্জন ছিল পাঁচ হাজার নয়শ' কোটি ডলার।

পরিষ্কারভাবেই চীনে নিজেদের কলাকৌশল নিয়ে উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করছে অ্যাপল। দেশটির প্রযুক্তি স্টার্টআপগুলোর মধ্যে সবচেয়ে দামি প্রতিষ্ঠানে শতকোটি ডলার বিনিয়োগ ধাঁধার একটি অংশ মাত্র।