কাশ্মিরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও স্থগিত

কাশ্মিরের সরকারি অফিস ও কর্মকর্তাদের বাসস্থানের হাউজিং কিছু এলাকা ছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট এর সব কার্যক্রম শনিবার বন্ধ করা হয়েছে।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 02:07 PM
Updated : 14 August 2016, 02:07 PM

আইএএনএস জানিয়েছে, কোনো রকম নোটিশ ছাড়াই ১৩ অগাস্ট বিকাল ৪.৩০-এর দিকে এই সেবা ভোগকারী গ্রাহকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রায় আধা ঘণ্টা পর সরকারি অফিস ও সরকারি কর্মকর্তাদের সরকারি বাসস্থানের অধিকাংশ অবস্থিত বেমিনা, লাল চক আর সোনাওয়ার এলাকায় ইন্টারনেট সংযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।

নাম প্রকাশ না করা শর্তে একজন বিএসএনএল কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট বিচ্ছিন্নতা ৩৬ দিনে গড়িয়েছে।

এর আগে কাশ্মিরের হিবজুল কমান্ডার বুরহান ওয়ানি'র হত্যার পর সহিংসতার আশংকায় মোবাইল ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করা হয়েছিল।