চলতি বছর জুলাইয়েটুইটার তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ আপডেট করে আর সেই সঙ্গে অ্যাপটিতে রাতের বেলাব্যবহারের সুবিধার্থে একটি 'ডার্ক-থিমড'মোড চালু করা হয়। রাতের বেলা চোখে দেখতে কিছুটা সুবিধা দেওয়ার জন্যএই মোড আনা হয়।
এই মোড এখনও শুধুবেটা ব্যবহারকারীদের জন্য। এই ফিচারটি অ্যাপটির মেইন মেনু-তে পাওয়া যায়। এই মেনুতেব্যবহারকারীরা ফিচারটি চালু বা বন্ধ করতে পারবে, প্রযুক্তি সাইট ভার্জের বরাতে এমনটাই জানিয়েছে আইএএনএস।
নেভি ব্লু রঙে আনাআইওএস সংস্করণের নাইট মোডও অ্যান্ড্রয়েড-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
নাইটমোড অ্যাপটিকেআরও অন্ধকার রঙে নিয়ে আসে। টুইটবট আর অন্যান্য থার্ড-পার্টি টুইটার গ্রাহকদেরব্যবহৃত এমন ফিচারের সঙ্গে এর মিল রয়েছে।
দিনের সময় অনুযায়ীস্বয়ংক্রিয়ভাবে নাইট মোডটি চালু বা বন্ধ করার কোনো সুযোগ রাখা হয়নি। এমনকি ফোনেরডিসপ্লে'র উজ্জলতার উপর নির্ভর করেও এটি বদলাবেনা। এটি পুরোপুরি ম্যানুয়াল পদ্ধতিতেই ব্যবহারকারীকে চালু বা বন্ধ করতে হবে।
ঠিক কবে এই অ্যাপটিসর্বসাধারণের জন্য বের করা হবে তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।