হ্যাকের শিকার 'ডটা -২'

হ্যাকিং আক্রমণের শিকার হয়েছে গেইম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ-এর 'ডটা ২' নামে পরিচিত ডিফেন্স অফ দ্য এনশেন্টস -২ গেইমের আনুষ্ঠানিক চ্যাট ফরাম, জানিয়েছে একটি নিরাপত্তা প্রতিষ্ঠান।

জাকিয়া শবনম বৃষ্টিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 11:42 AM
Updated : 12 August 2016, 11:42 AM

ফাঁস হওয়া একটি সূত্রে জানা যায়, আক্রমণে ১০ লাখ ৯০ হাজারের বেশি ব্যবহারকারীর ইমেইল ঠিকানা, ইউজার নাম আর পাসওয়ার্ড চুরি গিয়েছে।

ওই সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, পাসওয়ার্ডগুলো দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সহায়তায় ‘সুরক্ষিত’ করা হতো ফরে তা সহজেই ক্র্যাক করা যেত।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ডটা ২-এর আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এই হ্যাকের খবর প্রকাশিত হল।

ডটা ২ গেইমে অংশগ্রহণকারীদের জন্য দুই কোটি মার্কিন ডলারের বেশি পুরস্কার হিসেবে রাখা হয়েছে।

এমডি৫ হ্যাশিং সিস্টেম ব্যবহার করে চুরি যাওয়া তথ্যগুলোকে সুরক্ষিত বা একত্র করা হয়, যেখানে ‘সল্টিং’ নামে পরিচিত একটি র‌্যান্ডম উপাদান যোগ করা হয়।

এত কিছুর পরও সূত্রটি জানায়, তারা হ্যাশ আর সল্ট করা তথ্যগুলোর ৮০ শতাংশেরও বেশি পাঠযোগ্য টেক্সটে রূপান্তর করতে পেরেছে।

সুত্রটি জানায়, চুরি হওয়া ১০ লাখ ৯০ হাজারের তথ্যের মধ্যে ১০ লাখেরও বেশি গুগলের জিমেইল সেবার ইমেইল অ্যাকাউন্ট ছিল।

আর এগুলোর মধ্যে একটি বড় অংশই ছিল শুধু ফরামে সাইন আপ করার জন্য ব্যবহৃত ইমেইল ঠিকানা। 

গেইম নির্মাতা ভালভ এখনও আনুষ্ঠানিকভাবে এই আক্রমণ আর পরিচয় চুরির বিষয়ে কোনো মন্তব্য করেনি।