অ্যামাজনে হানা দিয়েছে জাপান
ফুয়াদ তানভীর অমি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2016 07:36 PM BdST Updated: 08 Aug 2016 07:36 PM BdST
সন্দেহজনক ব্যবসায়িক কর্মকাণ্ডের জের ধরে জাপানি অ্যামাজন অফিসে হানা দিয়েছে দেশটির ফেয়ার ট্রেড কমিশন। একই পণ্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের থেকে কম মূল্যে বিক্রি করায় এটি নিয়ে সন্দেহ প্রকাশ করে সংস্থাটি।
দেশটির ব্যবসায়িক দৈনিক নিক্কেই-এর এক প্রতিবেদনে অ্যামাজনে হানার বিষয়টি উল্লেখ করা হয়। তবে এই মামলার নথিতে ঠিক কবে হানা দেওয়া হয় সে বিষয়টি খুঁজে পাওয়া যায়নি, জানিয়েছে রয়টার্স।
জাপানি ফেয়ার ট্রেড কমিশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত না করলেও বলেন, "আমি বলবোনা তথ্যগুলো ভুল।" এ ব্যাপারে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কোনো মন্তব্য করতে রাজী হয়নি।
গত বছর দেশটিতে অ্যামাজনের বিক্রির পরিমাণ ছিলো ৮৩০ কোটি মার্কিন ডলার যেটি পুরো বিশ্বে প্রতিষ্ঠানটির মোট বিক্রির ৭.৭ শতাংশ। একই সময়ে দেশটিতে অ্যামাজনের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান রাকুটেন-এর মোট আয়ের পরিমাণ ছিলো ২৯০ কোটি ডলার।
অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য বিক্রি করায় জাপানে এবারই প্রথম নজরদারিতে এসেছে অ্যামাজন। এ ছাড়াও প্রতিষ্ঠানটির রিটেইলার অংশীদারের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ ব্যাপারে অ্যামাজন আত্মবিশ্বাসী যে তারা এর থেকে সহজেই বেরিয়ে আসবে।
গত বছরই অ্যামাজনের বিরুদ্ধে অডিওবুক ব্যবসার মামলায় তদন্তে নামে ইউরোপিয়ান ইউনিয়ন। সেটি নিয়েও আত্মবিশ্বাসী এই প্রতিষ্ঠান।
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
-
এআর, ভিআর হেডসেট অ্যাপল পরিচালনা পর্ষদে
-
দক্ষিণপূর্ব এশিয়ায় আসছে ডোটা ২-এর ‘দ্য ইন্টারন্যাশনাল’
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি