বিটকয়েনে ক্ষতিপূরণ দিচ্ছে বিটফিনেক্স
আহমেদ ইফতি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2016 07:09 PM BdST Updated: 07 Aug 2016 07:09 PM BdST
হ্যাকারদের চুরি করা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনে বিনিয়োগকারীদের আংশিক ক্ষতিপূরণ দিচ্ছে বিশ্বের বৃহত্তম ডিজিটাল মুদ্রা ব্যবসা প্রতিষ্ঠান বিটফিনেক্স।
এ খবর প্রকাশের আগের সপ্তাহে ঘোষিত হংকংভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, এ আক্রমণের ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি প্রতিষ্ঠানটির সম্পদ ও ভোক্তাদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। এ ছাড়াও পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই ভোক্তারা প্লাটফর্মে লগইন করতে সক্ষম হবেন বলে জানায় প্রতিষ্ঠানটি।
রবিবার বিটফিনেক্স-এর ওয়েবসাইটে বলা হয়, "ব্যবসায়িক বিলুপ্তির ক্ষেত্রে যা হতে পারে এটি তার সবচেয়ে কাছাকাছি একটি ঘটনা। প্লাটফর্মে লগইন করার পর ভোক্তারা দেখতে পাবেন যে, তারা শতকরা ৩৬.০৬৭ ভাগ ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন।"
প্রতিষ্ঠানটি আরও জানায়, ক্ষয়ক্ষতির শিকার সব ভোক্তাকেই একটি করে 'বিএফএক্স' টোকেন দেওয়া হবে, যেখানে তাদের ক্ষয়ক্ষতির হিসেব লিপিবদ্ধ থাকবে। এ টোকেনগুলো বিনিময় প্রতিষ্ঠানটির মাধ্যমে অথবা প্রতিষ্ঠানটির মাতৃ প্রতিষ্ঠান আইফিনেক্স শেয়ার হিসেবে বিনিময়যোগ্য হবে। ভোক্তাদের পুরোপুরিভাবে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার পর পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানায়, ক্রিপ্টোমুদ্রা ব্যবসায়ের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম এই চুরির ঘটনায় হ্যাকাররা বিটফিনেক্স থেকে ১,১৯,৭৫৬ বিটকয়েন হাতিয়ে নেয়, যা বৈশ্বিক চলমান মোট বিটকয়েন সংখ্যার শতকরা ০.৭৫ অংশ। তবে, হ্যাকাররা কী করে প্রতিষ্ঠানটির গ্রাহক অ্যাকাউন্টে প্রবেশাধিকার পায় তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
অন্যদিকে, বিটফিনেক্স এবং অন্যান্য গবেষকেরা বিটকয়েন হিসেবরক্ষক লেজার ব্লকচেইনে নিরাপত্তা ত্রুটির কারণে এ হ্যাকিংয়ের ঘটনা ঘটতে পারে - এমন আশংকা উড়িয়ে দিয়েছেন। ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান চেইনালাইসিস চুরি যাওয়া বিটকয়েন খুঁজে বের করতে সহায়তা করছে বলে নিশ্চিত করেছে।
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ