প্লাটফর্ম হ্যাক, বিটকয়েনের দরপতন

বড়সড় হ্যাকের শিকার হয়েছে হংকংভিত্তিক ডিজিটাল মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান বিটফিনেক্স। এরপর বিটকয়েনের দরপতন হয়েছে প্রায় ১০ শতাংশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2016, 04:06 PM
Updated : 3 August 2016, 04:06 PM

এই নিরাপত্তা লঙ্ঘনের মাধ্যমে সাড়ে ছয় কোটি ডলার মূল্যের বিটকয়েন হাতিয়ে নেওয়া হয়েছে, এমনটাই আশংকা করা হচ্ছে। বিনিময় প্লাটফর্ম থেকে প্রায় ১,২০,০০০ বিটকয়েন চুরি করা হয়েছে বলে রয়টার্স-কে জানিয়েছে বিটফিনেক্স।

এই সাইবার নিরাপত্তা ভঙ্গের ঘটনা নিয়ে তদন্ত চলাকালে প্রতিষ্ঠানটির সব ধরনের ভার্চুয়াল মুদ্রা বিনিময়ের লেনদেন বন্ধ করা হয়েছে। নিজদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিটফিনেক্স-এর পক্ষ থেকে বলা হয়, "এই ইসু নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আর আমরা আমাদের পুরো সামর্থ্য দিয়ে এটি সমাধানের চেষ্টা করছি।"

বিটকয়েন ইতিহাসে এটি সবচেয়ে বড় চুরির ঘটনাগুলোর মধ্যে একটি, এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ভার্চুয়াল মুদ্রাজগতের অনেকেই একে 'গুরুত্বপূর্ণ বিষয়' হিসেবে নিয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক সাবেক বিটকয়েন দালাল ডেভিড মস্কোউইটজ বলেন, "দূর্ভাগ্যবশত, আমরা বিনিময় খাত আর ওয়ালেট সেবার জায়গাগুলোতে নিরাপত্তা লঙ্ঘন পেয়েই যাচ্ছি।"