উবার-কে তাইওয়ান ছাড়ার আদেশ

স্থানীয় বাজার ত্যাগে অনলাইন অ্যাপভিত্তিক যাত্রীসেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান উবার-কে আদেশ দিয়েছে তাইওয়ান-এর ইনভেস্টমেন্ট কমিশন। যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের জায়গায় মার্কিন প্রতিষ্ঠানটি নিজেদের ইন্টারনেটভিত্তিক তথ্য প্রযুক্তি প্লাটফর্ম হিসেবে 'ভুলভাবে' উপস্থাপন করছে, এমন অভিযোগেই দেওয়া হয়েছে এই আদেশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2016, 04:03 PM
Updated : 3 August 2016, 04:03 PM

ইনভেস্টমেন্ট কমিশন-এর নির্বাহী সচিব এমিলে চ্যাং জানান, চলতি বছর ১১ অগাস্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি চীনে নিজেদের ব্যবসায় একই খাতের চীনা প্রতিষ্ঠান দিদি ছুসিংয়ের কাছে বিক্রির কথা জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। এরপরই তাইওয়ানে প্রতিষ্ঠানটিকে নিয়ে এমন পদক্ষেপ নেওয়া হল। 

তাইওয়ান আর চীন ছাড়াও এশিয়ার বিভিন্ন জায়গায় উবারকে এমন আইনি বাঁধার সম্মুখীন হতে হয়েছে, এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

চ্যাং বলেন, "তাইওয়ানের সরকার অনেকদিন ধরে উবারের সঙ্গে যোগাযোগ করছে...সবচেয়ে বাজে দৃষ্টান্ত হচ্ছে একে বাজার ছাড়ার আদেশ দেওয়া।" তবে, উবার এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে বলেও জানান তিনি।

উবার তাইওয়ান-এর মহাব্যবস্থাপক লিকাই গু জানান, প্রতিষ্ঠানটি আশা করছে তাইওয়ান কর্তৃপক্ষ 'উবারের সঙ্গে একটি অর্থপূর্ণ আলোচনায় আসবে'।

২০১৩ সালেন উবার তাইওয়ানের বাজারে প্রবেশ করে। সে সময় স্থানীয় ট্যাক্সি চালকরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিল।