বারে সিগনাল নিষিদ্ধ করলেন মালিক

কোনো রেস্টুরেন্ট বা বারে খেতে গিয়ে মানুষ নিজেদের সঙ্গ উপভোগের চেয়ে সামাজিক মাধ্যমে চেক-ইন বা ছবি দেওয়ার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। একে নিরুৎসাহিত করতে সাসেক্স-এর এক বারমালিক নতুন কৌশল গ্রহণ করেছেন।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2016, 05:03 PM
Updated : 2 August 2016, 05:03 PM

স্টিভ টিলার নামের ওই বার-মালিক তার বার 'জিন টাব'-এর ছাদে আর দেওয়ালে তামার তারের জাল এবং সিলভার ফয়েল ব্যবহার করেছেন। এগুলো ফোনের সিগন্যাল ব্লক করে দেবে। ফলে মানুষ চাইলেও বারে থাকা অবস্থায় সামাজিক মাধ্যমে যোগাযোগ বা কোনো রকম ফোনালাপে অংশ নিতে পারবেন না।

তিনি জানান, মানুষ আসছে আর সামনে থাকা মানুষের সঙ্গে কথা না বলে সামাজিক মাধ্যমের দিকে বেশি জোর দিচ্ছে। প্রতিনিয়ত এমন ঘটনা দেখে তিনি বিকল্প উপায় ভাবতে তাড়িত হয়েছেন।

বিবিসি-কে তিনি বলেন, "আমি জ্যামার দিয়ে ফোনের সিগন্যাল ব্লক করতে পারতাম। তবে, তার চেয়ে বেশি কার্যকরি হয়েছে এই 'ফ্যারাডে কেইজ'। এই ব্যবস্থার ফলে মানুষ নিজেদের মধ্যে কথা বলতে উৎসাহিত হচ্ছেন এবং আমি ঠিক যেমনটি চেয়েছিলাম তা সফল হয়েছে।"

টেইলর জানান, স্মোকিং জোনের মতো জরুরি ফোন করার জন্য বারের বাইরে মোবাইল ফোনের একটি জোন রাখার পরিকল্পনা তার রয়েছে।

"জরুরি অবস্থায় ৯৯৯ এ ফোন করার জন্য বারের ল্যান্ডফোন ব্যবহারের ব্যবস্থা রয়েছে", বলেন তিনি।